AN2BNANGLA NEWS
February 18th, 2025
Breaking News
Breaking Newsঅন্যান্যঅর্থনীতি খবরআন্তর্জাতিক খবরজাতীয় খবররাজনীতি খবর

আগরতলা আখাউড়া রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন হল

অবশেষে প্রতীক্ষার অবসান আগরতলা আখাউড়া রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন হল বুধবার। দিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি , বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আগরতলার মহাকরণ থেকে  রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

পরবর্তীতে একসঙ্গে বোতাম টিপে ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথভাবে নির্মিত তিনটি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্প গুলি দুই দেশের বাণিজ্যের পাশাপাশি মৈত্রী সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে অভিমত ব্যক্ত করেন দেশের প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে তার অভিমত ব্যক্ত করেন।

Related posts

দূর্ঘটনায় প্রাণ হারালেন ত্রিপুরা পুলিশের এসআই ডেভিড ডার্লং।

an2banglanews

বিরোধীদের বাড়ি ঘরের পর এবার আক্রান্ত খুদ সরকারি ভবন।

an2banglanews

অত্যাধুনিক পদ্ধতি অবলম্বন করেও গাজা পাচারে ব্যর্থ পাচারকারীরা।

an2banglanews

Leave a Comment