AN2BNANGLA NEWS
March 22nd, 2025
Breaking News
Breaking Newsঅন্যান্যআন্তর্জাতিক খবরজাতীয় খবর

বেকার যুবক যুবতীরা নিয়োগের দাবিতে বুধবার টি আর বি টি বোর্ড চেয়ারম্যানের নিকট এক ডেপুটেশন প্রদান করে।

২০২২ সালে টেট পরীক্ষায় প্রায় ৩৮ হাজার বেকার যুবক-যুবতী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তাদের মধ্য থেকে ৩৬১ জন বেকার যুবক যুবতী উত্তীর্ণ হয়। উত্তীর্ণ ৩৬১ জন বেকার যুবক যুবতীরা নিয়োগের দাবিতে বুধবার টি আর বি টি বোর্ড চেয়ারম্যানের নিকট এক ডেপুটেশন প্রদান করে। চেয়ারম্যান তাদেরকে জানান মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেই উনি নিয়োগ করবে উনার হাতে কোন কিছু নেই। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে টেট ওয়ান শিক্ষক পদে ১৬১৫টি শিক্ষক পদ শূন্য আছে এবং টেট টু তে প্রায় ১৬৪৮ টি পদ শূন্য আছে। শূন্য পদ থাকায় রাজ্য সরকারের পক্ষ থেকে নিয়োগ এর কোন রকমের প্রক্রিয়া উপলক্ষিত না হওয়ায় বেকার যুবক-যুবতীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়।

Related posts

ঘরের স্বামী সন্তান ফেলে রেখে অবৈধ প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার স্বামীর হাতে পথে আটক স্ত্রী সহ অভিযউক্ত প্রেমিক

an2banglanews

টিসিএস এবং টিপিএস গ্রেট টু পদে মোট ৩০ জনের হাতে অফার তুলে দেওয়া হয়।

an2banglanews

আমতলীর এস ডি পি ও প্রসূন কান্তি ত্রিপুরার ঘটনা নিয়ে সাংবাদিকদের জানালেন জেলা পুলিশ আধিকারিক ডাঃ কিরন

an2banglanews

Leave a Comment