AN2BNANGLA NEWS
February 18th, 2025
Breaking News
Breaking Newsঅন্যান্যঅর্থনীতি খবরআঞ্চলিক খবরআন্তর্জাতিক খবরজাতীয় খবর

হঠাৎ করে ত্রিপুরার বাজারে পেঁয়াজের মূল্য উর্ধ্বমুখী।

হঠাৎ করে ত্রিপুরার বাজারে পেঁয়াজের মূল্য উর্ধ্বমুখী।  ৫০ টাকা থেকে ৭০ টাকা হঠাৎ করে এক সপ্তাহের মধ্যে বৃদ্ধি পায়। ২০ টাকা এক সপ্তাহের মধ্যে বৃদ্ধি পাওয়ায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। এ ব্যাপারে দৈনিক সংবাদ এবং দৈনিক সংবাদ অনলাইনে নিউজ হওয়ার পর আজ পুনরায় সদর প্রশাসক ও খাদ্য দপ্তরের উদ্যোগে মহারাজগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। অভিযান বন্ধ থাকলে কি করে বেড়ে যায় পেঁয়াজের দাম এ ব্যাপারে কোন সদ উত্তর দিতে পারেনি অভিযানকারী দলের সদস্যরা। অভিযান কালে তিন চারটি রিকশা ও ঠেলা  বোঝাই পেঁয়াজ আটক করে কাগজ দেখাতে না পারায়। কেন এই বৃদ্ধি এ ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেয়া হবে পাশাপাশি এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।

Related posts

ভারতীয় দলের  ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়ালকে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়

an2banglanews

ভোলাগিরি এলাকায় এক টমটম চালকের স্বর্ণের হার এবং মোবাইল ছিনতাই

an2banglanews

চৈত্রমোহন মুকমু ইংলিশ মিডিয়াম জে বি স্কুলের শিক্ষক-শিক্ষিকা উদাসীন।

an2banglanews

Leave a Comment