হঠাৎ করে ত্রিপুরার বাজারে পেঁয়াজের মূল্য উর্ধ্বমুখী। ৫০ টাকা থেকে ৭০ টাকা হঠাৎ করে এক সপ্তাহের মধ্যে বৃদ্ধি পায়। ২০ টাকা এক সপ্তাহের মধ্যে বৃদ্ধি পাওয়ায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। এ ব্যাপারে দৈনিক সংবাদ এবং দৈনিক সংবাদ অনলাইনে নিউজ হওয়ার পর আজ পুনরায় সদর প্রশাসক ও খাদ্য দপ্তরের উদ্যোগে মহারাজগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। অভিযান বন্ধ থাকলে কি করে বেড়ে যায় পেঁয়াজের দাম এ ব্যাপারে কোন সদ উত্তর দিতে পারেনি অভিযানকারী দলের সদস্যরা। অভিযান কালে তিন চারটি রিকশা ও ঠেলা বোঝাই পেঁয়াজ আটক করে কাগজ দেখাতে না পারায়। কেন এই বৃদ্ধি এ ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেয়া হবে পাশাপাশি এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।