AN2BNANGLA NEWS
March 21st, 2025
Breaking News
Breaking Newsঅর্থনীতি খবরআঞ্চলিক খবরজাতীয় খবরজীবনধারা খবর

ত্রিপুরার রেশম দোকানের মাধ্যমে তেল বিক্রি প্রক্রিয়ার সূচনা করেন খাদ্যমন্ত্রী।।।

শুক্রবার খাদ্য মন্ত্রী  সুশান্ত চৌধুরী  সদর মহকুমা এলাকায় রেশন দোকানের এর মাধ্যমে সরিষার তেল বিক্রির সূচনা করেন।এদিন তিনি প্রথমে  প্রগতি রোড মেহের কালীবাড়ির সন্নিকটে ৬২ নং রেশন শপের মাধ্যমে তেল বিক্রির সূচনা করেন। এর পর পর্যায়ক্রমে কদমতলী সিএন জি স্টেশন সংলগ্ন ২৪৫  নং রেশন শপ, ধলেশ্বর স্বামী দয়ালানন্দ স্কুলের সন্নিকটে ২৩০ নং রেশন শপ এবং রেশম বাগান স্থিত২২৬  নং রেশন শপ এ এই তেল বিক্রির প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন।

মন্ত্রী ছাড়াও অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন, খাদ্য ও জনসংভরণ দপ্তরের  অধিকর্তা  নির্মল অধিকারী ,  খাদ্য দপ্তরের সদর এস ডি সি প্রদীপ কুমার ভৌমিক এবং অন্যান্য আধিকারিকরা। প্রসঙ্গত ভর্তুকি মূল্যে ১১৩ টাকা করে ইঞ্জিন মার্কা সরিষার তেল বছরে চারবার করে দেওয়া হবে গ্রাহকদের। যার বাজার মূল্য আছে ১৪০ টাকা।।।

Related posts

“আমার পাড়া স্বচ্ছ পাড়া” ও “আমার পাড়া শ্রেষ্ঠ পাড়া”

an2banglanews

ককবরকে রুমান স্ক্রিপ্ট চালু করার দাবিতে সার্কিট হাউজের সামনে আন্দোলন বিক্ষোভ প্রদর্শন করেন তিপ্রা স্টুডেন্ট ফেডারেশন।

an2banglanews

ঘরের স্বামী সন্তান ফেলে রেখে অবৈধ প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার স্বামীর হাতে পথে আটক স্ত্রী সহ অভিযউক্ত প্রেমিক

an2banglanews

Leave a Comment