ত্রিপুরা হাই কোর্ট এর বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলেন শ্রী সব্যসাচি দত্ত পুরুকায়স্ত এবং অতিরিক্ত বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলেন শ্রী বিশ্বজিৎ পালিত। তাদের শপথ বাক্য পাঠ করালেন ত্রিপুরা হাই কোর্ট এর প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং। ত্রিপুরা হাই কোর্ট এক নাম্বার হলে শপথ গ্রহণ অনুস্টান হয়।