AN2BNANGLA NEWS
February 18th, 2025
Breaking News
Breaking Newsঅন্যান্যআঞ্চলিক খবরআন্তর্জাতিক খবরজাতীয় খবরবৈশিষ্ট্য খবর

ত্রিপুরার ২০তম রাজ্য পাল হিসাবে রাজ ভবনে শপথ গ্রহণ করলেন ইন্দ্র সেনা নাল্লু।

ত্রিপুরার ২০তম রাজ্য পাল হিসাবে রাজ ভবনে শপথ গ্রহণ করলেন ইন্দ্র সেনা নাল্লু। রাজ্য পালকে শপথ বাক্য পাঠ করালেন ত্রিপুরা হাই কোর্ট এর প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং। তিনি শপথ গ্রহণ করে সাংবাদিকদের মুখমুখি হয়ে বলেন “ আমার সাধ্য মত ত্রিপুরা মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সহযোগিতা নিয়ে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন কে তরান্বিত করবেন।

তিনি ভারতের রাষ্ট্রপতি কে ধন্যবাদ জানিয়েছে রাজ্যপাল হিসাবে ত্রিপুরার দ্বায়ীত্ব দেওয়ার জন্য।

Related posts

ত্রিপুরার সংখ্যালঘু নেতাদের বি জে পি দলের প্রতি দ্বায়ব্দতা।

an2banglanews

ব্লাড মাউথ ক্লাব শারদ উৎসবে এবছরের থিম হিসেবে নেওয়া হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস।

an2banglanews

মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা বলেন বাল্যবিবাহ………

an2banglanews

Leave a Comment