ত্রিপুরায় আসলেন নবনিযুক্ত মহামান্য রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নাল্লু সঙ্গে ছিলেন উনার স্ত্রী। আগারতালা এম বি বি বিমান বন্দরে উনাকে স্বাগত জানান ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য- ত্রিপুরা সংগঠন প্রভারি রবীন্দ্র রাজু- ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যপাল আগামী দুই দিনের মধ্যে শপথ গ্রহণের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের দ্বায়ীত্ব নেবেন।