AN2BNANGLA NEWS
January 20th, 2025
Breaking News
Breaking Newsঅন্যান্যআঞ্চলিক খবরআন্তর্জাতিক খবরজাতীয় খবররাজনীতি খবর

বি এস এফ আইনী জটিলতা চার বছর জেল খেটেও বাংলাদেশে থেকে ফিরতে পারছেন না দীপক কুমার ঠাকুর

বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করে দীর্ঘ চার বছর জেল খেটেও আপন ঠিকানায় ফিরতে পারলেন না ভারতীয় নাগরিক দীপক কুমার ঠাকুর (৩৫)

বি জি বি সূত্রে জানা গেছে, বিহার রাজ্যের সমস্তিপুর জেলার ওয়ারিশনগর থানার মনিহার গ্রামের শ্রীরাম নরেশ ঠাকুরের ছেলে দীপক কুমার ঠাকুর ২০১৯ সালে অবৈধভাবে বাংলাদেশে আসায় পিরোজপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। অনুপ্রবেশের দায়ে চার বছর জেল হয় দীপকের। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে দীপককে ভারতে পাঠানোর জন্য বি এস এফকে পত্র দেয় বি জি বি। পতাকা বৈঠক বসে জয়নগর চেকপোস্ট শূন্যরেখায়। বিএসএফ আইনের জটিলতা দেখিয়ে দীপকে দেশে ফিরিয়ে নিতে অপারগতা প্রকাশ করায় তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।

এখন তার পরিবারের পক্ষে ভারতের বিদেশ দপ্তরের সঙ্গে যোগাযোগ করে দীপকে ভারতে ফিরিয়ে আনার ব্যবস্তা গ্রহণ করা প্রয়োজন।

Related posts

Manipur Violence: তোমাদের কাছে ২ মাস ধরে কোনও খবর নেই! মণিপুর নিয়ে বলিউড সেলেবদের বিঁধলেন ‘মেরি কম’-এর অভিনেত্রী

cradmin

M G N REGA প্রকল্পে আধার ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতি প্রত্যাহার করো এই কর্মসূচি বাস্তবায়নে, ত্রিপুরা খেতমজুর ইউনিয়ন

an2banglanews

বিরোধীদের বাড়ি ঘরের পর এবার আক্রান্ত খুদ সরকারি ভবন।

an2banglanews

Leave a Comment