আগরতলা বি জে পি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন ত্রিপুরা প্রদেশ বি জে পির সভাপতি রাজীব ভট্টাচার্যী। তিনি দুর্গা পুজা উপলক্ষে রাজ্যবাসী কে শুভেচ্ছা জানিয়েছেন। আগরতলা থেকে মুম্বাই রেল চালু করার জন্য প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী জী কে ধন্যবাদ জানিয়েছে।