আগরতলা পৌর কর্পোরেশনের কাউন্সিল সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার কর্পোরেশনের কনফারেন্স হলে। এই সভাতে উপ্সতিত ছিলেন মেয়র দীপক মজুমদার; উপ-মেয়র মনিকা দাস দত্ত; সকল কর্পোরেটর সহ আধীকারিক। সেই মিটিং এর আলোচ্য সূচিতে ছিল আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি, প্রাক পূজার ওয়ার্ড ভিত্তিক কর্মসূচির পর্যালোচনা, দশমিঘাটে প্রতিমা নিরঞ্জন স্থলের প্রস্তুতি সহ অন্যান্য বিষয়। দুর্গাপূজা উপলক্ষে আগত দর্শকদের কোন ধরেন অসুবিধা না হয় তার আগাম প্রস্তুতি গ্রহণ করা। যে কোন অপ্রীতিকর ঘটনা এরাতে সকলকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন।
previous post