তৃতীয়াতেই উদ্বোধন হয়ে গেল শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের পুজো প্যান্ডেলের। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ফিতা কেটে উদ্বোধন করেন তাদের থিম পূজো মণ্ডপ প্রেম মন্দিরের। তাছাড়া উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায়,কর্পুরেটর সুকুময় সাহা সহ অন্যান্যরা।
শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের দুর্গা পূজার থিম হচ্ছে ‘প্রেম মন্দির’। বর্তমান ত্রিপুরার চারদিকে হিংসার বাতাবরন তৈরী হয়েছে, কতিপয়, স্বার্থান্বেষি গোষ্ঠী পরিকল্পিতভাবে এই বাতাবরন তৈরী করার অপপ্রচেষ্টা নিয়েছে। এই বাতাবরনকে প্রতিহত করে শান্তি প্রতিষ্ঠার একমাত্র রাস্তা হচ্ছে ‘প্রেম’। তাই এবছরে শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের দুর্গা পূজার থিম হচ্ছে ‘প্রেম মন্দির’। বৃন্দাবনের শ্রী কৃষ্ণের লীলাক্ষেত্রের বিখ্যাত এই মন্দির হিন্দু ধর্মালম্বীদের জন্যই নয়, মানবধর্মের স্বাভাবিক বিকাশের ক্ষেত্রেও একটি উল্লেখযোগ্য স্থান দখল করে রেখেছে।
প্রেম মন্দির হল ভারতের উত্তর প্রদেশের মথুরা জেলার বৃন্দাবনের একটি হিন্দু মন্দির। মন্দিরটি জগদগুরু শ্রী কৃপালু জি মহারাজ (পঞ্চম আদি জগদগুরু) দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটি জগদগুরু কৃপালু পরিষদ, একটি আন্তর্জাতিক অলাভজনক, শিক্ষামূলক, আধ্যাত্মিক, দাতব্য ট্রাস্ট দ্বারা রক্ষণাবেক্ষণ করে। কমপ্লেক্সটি বৃন্দাবনের উপকণ্ঠে 55 একর জায়গায় অবস্থিত। এটি রাধা কৃষ্ণ ও সীতা রামকে উৎসর্গ করা হয়েছে। রাধা কৃষ্ণ প্রথম স্তরে এবং সীতা রাম দ্বিতীয় স্তরে। শ্রী কৃষ্ণ ও রসিক সাধকদের বিভিন্ন লীলা মূল মন্দিরের দেওয়ালে চিত্রিত করা আছে। মূল মন্দিরটি হুবহু করার চেষ্টা করেছে ক্লাব কর্তৃপক্ষ, সঙ্গে শ্রী শ্রী কৃষ্ণের মাহাত্ম্য প্রচারক অন্যান্য মডেল গুলিও বেশ কয়েকটি রাখা হয়েছে। মন্দিরটি তৈরী করেছেন নবদ্বীপের শিল্পি সঞ্জিৎ দেবনাথ ও তার দল এবং প্রতিমা তৈরী করেছেন নবদ্বীপেরই মৃৎশিল্পি বিখ্যাত নাড়ু গোপাল দাস ও তার দল। আলোকসজ্জায় স্থানীয় রুবাই ডেকোরেটর। মোট বাজেট ৪০ লক্ষ টাকা। এ বছর পুজো কমিটির সেক্রেটারি নির্বাচিত হয়েছেন শ্যাম দেব সভাপতি নির্বাচিত হয়েছেন রজত পাল।
previous post