জাতীয়তাবোধকে উৎসাহ দিতে ‘মেরি মাটি মেরা দেশ’ প্রচারের অধীনে ‘অমৃত কলস যাত্রা’-র সূচনা করেছিলেন অমিত শাহ। একটি প্রচার সঙ্গীকেরও উদ্ধোধন করে ছিলেন তিনি। দেশের জন্য বলিদান দেওয়া মানুষদের স্মরণ করতেই কেন্দ্রের এই পরিকল্পনা বলে টুইট বার্তায় জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বাধীনতা দিবসের আগে নিজের ‘মন কি বাত’ অনুষ্ঠানে শহিদদের স্মরণে ‘মেরি মাটি মেরা দেশ’ কর্মসূচির চালুর কথা ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদী। এই কর্মসূচির আওতায় দেশের শহিদ ও বীরঙ্গনাদের সম্মান প্রদর্শন করা হবে বলে জানিয়েছিলেন তিলি।
প্রধানমন্ত্রীর সেই ঘোষণ মত বুধবার ত্রিপুরাতে ‘অমৃত কলস যাত্রা’ পাশাপাশি একটি প্রচার সঙ্গীতের মাধ্যমে আগরতলাতে সকাল বেলা বিভিন্ন পথ পরিক্রমা করা হয়। এই যাত্রাতে উপ্সতিত ছিলেন ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য –সাধারন সম্পাদক আমিত রক্ষিত- পাপিয়া দত্ত- মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ রাজ্যের বিভিন্ন স্তরের কার্যকর্তা।