AN2BNANGLA NEWS
March 22nd, 2025
Breaking News
Breaking Newsঅন্যান্যআঞ্চলিক খবরআন্তর্জাতিক খবরজাতীয় খবর

ভারতের উচ্চ আদালতঃ ধর্মান্তরিত হলে সমাজ থেকে বহিষ্কার করা এবং বিভিন্ন ধরনের হুলিয়া জারি করা অবৈদ…………

ভারতের ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলার অন্তর্গত পশ্চিম আন্দারছড়া গ্রামের চাকমা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ২ পরিবার পূর্ণজয় চাকমা এবং তরুণ চাকমা বৌদ্ধ ধর্ম ত্যাগ করে খ্রিষ্টান ধর্মে ধর্মান্তরিত হন ২০২২ সালের নভেম্বর মাসে। খ্রিষ্টান  ধর্ম ধর্মান্তরিত হওয়ার পর থেকেই চাকমা সামাজিক বিচার কমিটি এবং আদম পঞ্চায়েত উক্ত দুটি পরিবারকে সমাজ থেকে বহিষ্কার করে এবং বিভিন্ন ধরনের হুলিয়া জারি করা হয়। বিগত এক বছর ধরে এই দুটি পরিবার দুর্বিষহ জীবন যাপন অতিবাহিত করছে। এ বিষয়ে পূর্ণজয় চাকমা এবং তরুণ চাকমা উচ্চ আদালতে রিট পিটিশন করে। মঙ্গলবার এই মামলার শুনানি হয় উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধের বেঞ্চে। এই মামলার শুনানি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান আবেদনকারীদের পক্ষে রাজ্যের বরিষ্ঠ আইনজীবী সম্রাট কর ভৌমিক । তিনি জানিয়েছেন এই ঘটনা শোনার পর উচ্চ আদালতের বিচারপতি উষ্মা প্রকাশ করেছেন এবং অতিসত্বর প্রশাসনকে এ বিষয়ে দ্রুত নিরাপত্যা  ব্যবস্থাপনা গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেন। সমাজের মধ্যে যারা এই ধরনের কাজ করছে তাদের অতিসত্বর তা বন্ধ করার নির্দেশ দেন আদালত।

Related posts

ককবরকে রুমান স্ক্রিপ্ট চালু করার দাবিতে সার্কিট হাউজের সামনে আন্দোলন বিক্ষোভ প্রদর্শন করেন তিপ্রা স্টুডেন্ট ফেডারেশন।

an2banglanews

ত্রিপুরা শিশু আধিকার সুরক্ষা কমিশনের সদস্য  শ্রীমতী চামেলি সাহা দ্বায়িত্ব গ্রহণ করেন।

an2banglanews

“WANSEA GET OUT, RED ZONE” একথা রাস্তায় লিখে একপ্রকার বার্তা দিয়ে বাঙ্গালীদের বাড়িঘর চিহ্নিত করে

an2banglanews

Leave a Comment