রবিবার বড়জলা বিধানসভার অন্তর্গত আগরতলা মিউনিসিপালটি কর্পোরেসনের ৪ নং ওয়ার্ডের উদ্যোগে এক মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। গোয়ালা বস্তি স্থিত নিউ হিন্দি হাইয়ার সেকেন্ডারি স্কুলে । উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর সুপর্ণা দেবনাথ সহ অন্যান্যরা।
previous post