Breaking Newsঅন্যান্যআন্তর্জাতিক খবরজাতীয় খবরদুই বাংলাদেশি যুবক আটক করলেন পূর্ব আগরতলা থানার পুলিশ। by an2banglanewsOctober 15, 2023October 18, 20230 Share0 ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা শহরের চন্দ্রপুর এলাকা থেকে দুই বাংলাদেশি যুবক আটক করলেন পূর্ব আগরতলা থানার পুলিশ। তাদের নাম মিজানুর রহমান এবং মোঃ হাসিম। পুলিশ তাদের আদালতে পেশ করে পুলিশ রিমান্ডের আবেদন করেছে। আদালত তাদের আবেদন মনজুর করেছে।