AN2BNANGLA NEWS
February 11th, 2025
Breaking News
Breaking Newsঅন্যান্যআঞ্চলিক খবরজাতীয় খবরবৈশিষ্ট্য খবররাজনীতি খবর

ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এস টি -এস সি -ও বি সি এবং মাইনোরিটি ডিপার্টমেন্টের নেতৃত্বদের নিয়ে যৌথ অর্গানাইজেশনাল মিটিং অনুষ্ঠিত হয়

রবিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এস টি -এস সি -ও বি সি এবং মাইনোরিটি ডিপার্টমেন্টের নেতৃত্বদের নিয়ে যৌথ অর্গানাইজেশনাল মিটিং অনুষ্ঠিত হয় স্টুডেন্ট হেলথ হোমে ।

উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, সি ডাব্লু সি সদস্য তথা বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ অন্যান্য রাজ্য নেতৃত্বরা ।

Related posts

উত্তর ত্রিপুরা জেলায় ভাল্লুকের আক্রমণে আহত তিনজন।

an2banglanews

বটতলা বাজারে খতিগ্রস্তদের রিহাবিটেশন প্যাকেজ ঘোষণা করতে হবে: দাবী করেন অনিমেষ দেববর্মন।

an2banglanews

ব্লেজার পরে ছাগল চুরি করতে এসে এলাকাবাসীর হাতে আটক বাবা ও ছেলে

an2banglanews

Leave a Comment